বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসে বিভিন্ন দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৮১ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ২২ কোটি ১৫ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে, ইতোমধ্যে ১৯ কোটি ৮০ লাখের বেশি মানুষ ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৫ লাখ ৮১ হাজার ২৬৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৬৮১ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৯ কোটি ৮০ লাখ ৬ হাজার ৪৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিডি প্রতিদিন/কালাম