মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ায় টানা প্রায় দুই মাস লকডাউনে ছিল। এরপরও দেশটির মেলবোর্ন শহরে দৈনিক করোনা শনাক্তের হার এক লাফে ৫০ শতাংশ বেড়েছে। এর জন্য কর্তৃপক্ষ বিধিনিষেধ উপেক্ষা করে স্থানীয়দের ‘হোম পার্টি’ আয়োজনকে দায়ী করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে ১ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। একই সময় মারা গেছেন অন্তত পাঁচজন ব্যক্তি। নতুন রোগীদের মধ্যে এক-চতুর্থাংশই শনাক্ত হয়েছেন পূর্ব ও দক্ষিণপূর্ব মেলবোর্নে।
এদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়ায় রাজ্যপ্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, এসব ঘটনার অনেকগুলোই সম্পূর্ণ পরিহারযোগ্য ছিল। আমি কাউকে দোষারোপ করছি না, শুধু ব্যাখ্যা করার চেষ্টা করছি।
এর আগের দিন বুধবার ৯৫০ জন নতুন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে তা বেড়ে দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে।
অথচ ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ও মহামারির তৃতীয় ঢেউ ঠেকাতে অস্ট্রেলিয়ায় সিডনি, মেলবোর্নের মতো বড় শহরগুলোতে কয়েক সপ্তাহ ধরে লকডাউন চলছে। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে কোভিড-জিরো কৌশল বাদ দিয়ে সম্প্রতি উচ্চমাত্রায় টিকাদানের পথ বেছে নিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আবু জাফর