মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া কার্যালয়ের একটি দল। সেবা গ্রহীতাদের হয়রানি, দালালদের দৌরাত্ম্য এবং ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার (৭ মে) দুপুরে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল হাসান রিয়াদের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান ও সৈয়দ মাইদুল ইসলামসহ একটি দল মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
দুদক কর্মকর্তারা জানান, সেবা গ্রহণে অনিয়ম, ঘুষ এবং দালালদের দৌরাত্ম্য নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। সহকারী পরিচালক বুলবুল হাসান রিয়াদ বলেন, “বিআরটিএ অফিসে দালাল ও ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করার অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। আমরা এসব অভিযোগ খতিয়ে দেখতেই অভিযান পরিচালনা করি।”
অভিযান শুরু হতেই বিআরটিএ চত্বর থেকে বেশ কয়েকজন দালাল দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দুদক কর্মকর্তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সেবা গ্রহীতারা যাতে হয়রানিমুক্তভাবে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল