দেশের অভ্যন্তরীণ নৌ-পথসমূহের নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে অতিরিক্ত যাত্রী বা পণ্য বোঝাই না করতে নৌযান মালিকদের সতর্ক করাসহ আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আজ নৌ-পরিবহন অধিদফতর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নৌ-নিরাপত্তা নিশ্চিতকল্পে নৌ-পরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সকল নৌ-যানের রুট পারমিট ও লাইসেন্স গ্রহণ এবং নবায়নের বিষয় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। রাতে বাল্কহেড চলাচল বন্ধ করাসহ নদীর নাব্যতা বজায় রাখতে বিআইডব্লিউটিএ নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরাধ প্রবণ অঞ্চলগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ টহলের ব্যবস্থাসহ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত ঈদের ন্যায় আগামী ঈদেও নৌ-পথের যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মেরিটাইম কান্ট্রি। আমাদের একটি গভীর সমুদ্র বন্দরসহ মোট ৪টি সমুদ্র বন্দর রয়েছে। বর্তমানে শতকরা ৮০ ভাগ নৌ-পথের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। ইতোমধ্যে সন্দীপ ও মহেশখালীতে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন সমুদ্রপথে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।
নদীমাতৃক বাংলাদেশের নৌপথে যাত্রী সাধারণ ও মালামালের নিরাপত্তা বিধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌ-পরিবহন অধিদফতরের উদ্যোগে আগামী ৭ থেকে ১৩ মে সপ্তাহব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’।
উদ্বোধন অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম সভাপতিত্ব করেন। এসময় অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতিসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত