২৮ অক্টোবর, ২০২১ ০৭:০০

‘মহামারি পরিস্থিতি’ শেষ করতে যাচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক

‘মহামারি পরিস্থিতি’ শেষ করতে যাচ্ছে জার্মানি

গত ১১ অক্টোবর জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে বক্তৃতা চলাকালীন মাস্ক পরা শিক্ষার্থীরা

জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেস্ট্যাগের সদ্য অভিষিক্ত নেতারা বুধবার জানান, ‘জাতীয় পর্যায়ের মহামারি পরিস্থিতি’র মেয়াদ আর বাড়ানো হবে না। এই মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাবে। তবে কোভিড-১৯ এর বিস্তার রোধে কিছু জনস্বাস্থ্য ব্যবস্থা বহাল থাকবে। 

জরুরি স্বাস্থ্য ঘোষণাটি সংসদের অনুমোদন ছাড়াই কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো গ্রহণে আদেশ দেবার অনুমতি দেয়। বুন্ডেস্ট্যাগ দ্বারা ২০২০ সালের মার্চ মাসে এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এবং বারবার তার মেয়াদ বাড়ানো হয়েছে।

কিন্তু বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির (এসপিডি) নেতারা বলেন, ওই বিধিনিষেধের মেয়াদ ২৫ নভেম্বরে শেষ হয়ে গেলে, তারা তা শেষ করার পরিকল্পনা করেছেন। এই নেতারা গত মাসের সংসদ নির্বাচনে জয়লাভ করেন এবং নতুন সরকারের সম্ভাব্য সদস্য।

তারা বলছেন, যদিও কোভিড-১৯ সংক্রমণের হার বাড়ছে, তবে পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয়েছে। আর এর সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো প্রায় দুই তৃতীয়াংশ মানুষকে কোভিড-১৯ এর ভাইরাসটির বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে।

সূত্র : এপি, ভয়েস অব আমেরিকা 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর