৩০ নভেম্বর, ২০২১ ১৬:৩৫

দেশে একদিনে করোনায় মৃত্যু ‌‌১, শনাক্ত ২৭৩

অনলাইন ডেস্ক

দেশে একদিনে করোনায় মৃত্যু ‌‌১, শনাক্ত ২৭৩

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৩ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮১ জনের। এছাড়াও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৯২৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৮০২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ ৮৮ হাজার ৭৫১টি।  

এতে আরও জানানো হয়, একই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত একজন ঢাকা বিভাগের বাসিন্দা। ওই বৃদ্ধা বেসরকারি হাসপাতালে মারা যান। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর