রংপুর বিভাগে করোনা শনাক্তের হার আড়াই শতাংশে নেমে এসেছে। বিভাগের ৮ জেলার মধ্যে ৫ জেলাই ছিল করোনা শনাক্তের হার শূন্যের কোঠায়। এর আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের কেউ মারা যাননি।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৩৯১ জনের দেহের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৫৬ শতাংশ। শনাক্তের মধ্যে রংপুরে ৬, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং গাইবান্ধায় ২ জন রয়েছেন। বিভাগের অন্য ৫ জেলা দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় কারও দেহে করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ৩ লাখ ৩৬ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ হাজার ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ২৮০ জনের।
রংপুর বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১৬ হাজার ৮৯৯ এবং ৩৪০ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রংপুরে ১৪ হাজার ৯৩৬ জন। ২৯৮ জনের মৃত্যু হয়েছে রংপুর জেলায়। পঞ্চগড়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৮৪ জন, নীলফামারীতে শনাক্ত ৫ হাজার ৪৮৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯২ জন, লালমনিরহাটে শনাক্ত ৪ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৭৩ জন, ঠাকুরগাওয়ে এ পর্যন্ত শনাক্ত ৮ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ২৫৯ জন, গাইবান্ধা জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৪৯৯ জন এবং মারা গেছেন ৫৬ জন, কুড়িগ্রামে মোট আক্রান্ত ৪ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৬৯ জন।
এদিকে, করোনা সংক্রমণের হার কমলেও বাজার, রাস্তা-ঘাটে চলাচলরত মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা নেই। মাস্ক ছাড়াই সর্বত্র মানুষজন চলাচল করছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন বলেন, করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই।
বিডি প্রতিদিন/এমআই