সাশ্রয়ী দামে প্রযুক্তিপ্রেমীদের জন্য স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নতুন গ্যালাক্সি ট্যাব এ ১০.১। ট্যাবটির ডিসপ্লেতে এসেছে নতুনত্ব, নকশায় এসেছে পরিবর্তন এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার উপযোগী ব্যাটারি যুক্ত করা হয়েছে। আর তাই ফোরজি এবং ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানেই বিনোদন উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। যার মূল্য ২৭, ৯৯০ টাকা।
নতুন এই ট্যাবে রয়েছে ১০.১ ইঞ্চির ওয়াইড স্ক্রিন ও সারাউন্ড সাউন্ড সিস্টেম। শিশুদের জন্য রয়েছে কিডস হোম ফিচার। এই ফিচার থাকায় শিশুরা বিনোদনমূলক বিভিন্ন অ্যাপের মাধ্যমে নানান কিছু শিখতে পারবে; তবে অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে পারবেন এটি। এছাড়া, ফ্যামিলি শেয়ার ফিচার ডিভাইসটিতে। নতুন ট্যাব সম্পর্কে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, আমাদের উদ্ভাবনী ভাবনা এবং নতুন উদ্যোম ডিভাইস ইন্ডাস্ট্রিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে।
বিডি-প্রতিদিন/শফিক