২৪ জুন, ২০১৯ ১৬:০৫

ফোরজি সেবার মানোন্নয়নে এরিকসন অটোমেটিক শেয়ার্ড ক্যারিয়ার স্থাপন রবির

প্রেস বিজ্ঞপ্তি

ফোরজি সেবার মানোন্নয়নে এরিকসন অটোমেটিক শেয়ার্ড ক্যারিয়ার স্থাপন রবির

গ্রাহকদের জন্য ফোরজি সেবা আরো উন্নততর করতে সম্প্রতি বাংলাদেশের নেতৃস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এরিকসনের (ন্যাসডাক: এরিক) ‘অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার সল্যুশন’ স্থাপন করেছে। নেটওয়ার্ক সম্প্রসারণের এ সমাধান গ্রহণ করায় তা লিগ্যাসি ব্যান্ডের মাধ্যমে এলটিই-সক্ষমতা বৃদ্ধি করবে এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেট গতি বৃদ্ধি পাবে প্রায় তিন গুণ। 

এরিকসনের ‘অটোম্যাটিক শেয়ার্ড ক্যারিয়ার’ প্রযুক্তি বিদ্যমান তরঙ্গ থেকেই অধিক এলটিই-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উল্লেখযোগ্য হারে স্পেকট্রাম এফিসিয়েন্সি বৃদ্ধি করার মাধ্যমে গ্রাহক পর্যায়ে উন্নতর অভিজ্ঞতা নিশ্চিত করে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর