বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র সহযোগিতায় “বিশ্ববিদ্যালয় কিউএস মাস্টারক্লাস র্যাঙ্কিং ও রেটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুলাই) বুয়েট'র কাউন্সিল ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
এই সেমিনার পরিচালনা করেন অশ্বিস ফার্নান্দেস, রিজিওনাল ডিরেক্টর, মিডল ইস্ট, নর্থ আফ্রিকা এন্ড সাউথ এশিয়া, কিউএস কোয়াকুয়ারেল সাইমন্ডস, ইউকে। এই সেমিনারে অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ