২৫ সেপ্টেম্বর ২ টা ৩০ মিনিটে রাজউক বোর্ড রুমে সিবিডি আইকোনিক টাওয়ার প্রকল্পের অগ্রগতি পর্যোলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহ্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজউকের পূর্বাচল নিউ টাউন প্রকল্প পরিচালক ইঞ্জি. উজ্জল মল্লিক, মেম্বার ডেভেলপমেন্ট মেজর (অব.) ইঞ্জি. সামসুদ্দিন হায়দার চৌধুরী, মেম্বার প্লানিং সৈয়দ নূর আলম, মেম্বার এস্টেট এন্ড ল্যান্ড আজাহারুল ইসলাম খান, মেম্বার ডেভেলপমেন্ট কন্ট্রোল আবুল কালাম আজাদ, চিফ ইঞ্জি. রিহানুল ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা এবং সিকদার গ্রুপ ও কাজিমা কর্পোরেশন, জাপানের পক্ষে সিওও এবং পরিচালক অপারেশন সৈয়দ কামরুল ইসলাম মোহন, স্ট্রেটেজিক প্লানিং পরিচালক নাইমুজ্জামান মুক্তা, বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন, উপদেষ্টা জুলিয়ান পিটন এবং একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বাচল সেন্টাল বিজনেজ ডিস্ট্রিক নামে রাজউকের আইকনিক টাওয়ার নির্মানের কাজটি আন্তর্জাতিক নিলামের মাধ্যমে সিকদার গ্রুপ ও কাজিমা কর্পোরেশন জাপান যৌথভাবে নির্বাচিত হয়।
ইতিমধ্যেই প্রকল্পটি সফলভাবে নির্মাণের লক্ষ্যে উল্লেখযোগ্য সমীক্ষা প্রতিবেদন রাজউকে জমা দেওয়া হয়েছে। প্রকল্পের খসড়া মাস্টার প্লাান ও ডিজাইনের জন্য রাজউক “২০১৯ এশিয়ান টাউনস্কেপ জুরি’স” পুরস্কার লাভ করে, যা দেশের অবকাঠামো নির্মাণের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
এই ঐতিহাসিক টাওয়ারের আর্কিটেক্ট হিসেবে পৃথিবী বিখ্যাত হেরিম আর্কিটেক্ট কাজ করছে। হেরিম পৃথিবীর সেরা সাতটির একটি এবং কোরিয়ার শ্রেষ্ঠ আর্কিটেক্ট প্রতিষ্ঠান। হেরিম ছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান পিডাব্লিউসি, আর্কেটাইপ এর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম