বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সারাদেশের গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে রূপালী ব্যাংক এর সাথে চুক্তি স্বাক্ষর করে। এতে গ্রাহকরা রূপালী ব্যাংক শিওরক্যাশের মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে সহজেই বিল পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মোঃ আসাফউদ্দৌলা এবং রূপালী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কাউসার মোস্তাফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন; অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রাজশাহী ও আইসিটি পরিচালক (অঃ দাঃ) হেদায়েতুল ইসলাম; আর্থিক মনিটরিং (উঃ) পরিদপ্তর পরিচালক, ঢাকা মোঃ হোসেন পাটোয়ারী; রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, মোবাইল ব্যাংকিং ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ রেজাউল কবির কাওছারী; শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান এবং প্রধান ব্যবসায় কর্মকর্তা মোঃ আবু তালেবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন বলেন, “গ্রামে বসবাসরত আমাদের গ্রাহকরা এখন রূপালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সুবিধা পাবেন। তারা ঘরে বসেই নির্দিষ্ট সময়ের মধ্যে সহজেই বিল পরিশোধ করতে পারবেন।”
রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, “আমাদের অধিকাংশ গ্রাহক পল্লী বিদ্যুৎ এরও গ্রাহক। আশি হাজার গ্রামের প্রায় ২ কোটি গ্রাহক তাঁদের নিজের একাউন্টে সরকারের উপবৃত্তি পাওয়ার সাথে এখন সেই একাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করতে পারবেন। “
শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ শাহাদাত খান বলেন,“ রূপালী ব্যাংক শিওরক্যাশ দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট সেবা। গ্রাহকদের জন্য পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ সেবা যোগ করতে পেরে আমরা আনন্দিত।“
উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড উপজেলাভিত্তিক শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য পূরণে কাজ করছে। বর্তমানে এই বোর্ড ২.৭ কোটিরও বেশি গ্রাহককে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
অপরদিকে, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একমাত্র রূপালী ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা- যার মাধ্যমে প্রায় ২ কোটি গ্রাহক সারাদেশে টাকা পাঠাতে, বিল দিতে, মোবাইল রিচার্জ করতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে পারছেন। এছাড়াও গ্রাহকেরা দেশব্যাপী ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন