অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com) থেকে ফুটওয়্যার ব্র্যান্ড জেনিস'র আকর্ষনীয় ডিজাইনের জুতা ও এক্সেসরিজ কিনতে পারছেন ক্রেতারা। এ লক্ষে ‘অথবা ডট কম’ ও জেনিস ইন্টারনেশন্যাল লিমিটেড এর মধ্যে একটি চুক্তি হয়েছে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় ‘অথবা ডট কম’ এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। এতে ‘অথবা ডট কম’ এর হেড অব বিজনেস আজিম হোসেন ও জেনিস ইন্টারনেশন্যাল এর জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ‘অথবা ডট কম’ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নূর মোহাম্মদ রাসেল, সিনিয়র এক্সিকিউটিভ জহিরুল ইসলাম, জেনিস ইন্টারন্যাশনাল এর রিটেইল ও ডিজিটাল সেলস ম্যানেজার পলাশ কুমার ভদ্র ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিশুক ই কিবরিয়া উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল