চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুরের ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে যশোর রুটে বৃহস্পতিবার (১১ জুন) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
সকল ধরনের স্বাস্থবিধি পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে যশোরে পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিট, ৮টা ১৫ মিনিট, ১০টা ৫০ মিনিট, বিকাল ৪টা ৩০মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া প্রতিদিন যশোর থেকে সকাল ৮টা ৩০ মিনিট, ৯টা ৩০ মিনিট, দুপুর ১২টা ৫ মিনিট, বিকাল ৫টা ৪৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা থেকে যশোরের নূন্যতম ভাড়া ২৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
কোভিড-১৯ মহামারী সময়ের কথা বিবেচনা করে যে কোনো পরিবহনের তুলনায় এয়ারলাইন্স সেক্টরে বিশেষ করে ইউএস-বাংলায় অভ্যন্তরীণ রুটে পহেলা জুন থেকে সকল ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, সিলেটে ১টি ও সৈয়দপুরে ৩টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮-কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।
যশোর বিমানবন্দর থেকে খুলনায় যাত্রীদের যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত শাটল বাস সার্ভিস সুবিধা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দর থেকে শাটল বাস সার্ভিস রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভ মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।
শিগগিরই ঢাকা থেকে কক্সবাজার, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে ইউএস-বাংলা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম