করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মালয়েশিয়ায় আটকে পড়া শিক্ষার্থী, পর্যটক ও নানা পেশার বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসলো ইউএস-বাংলা এয়ারলাইন্স এর একটি বিশেষ ফ্লাইট।
শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০মিনিটে ১৫১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং বিকাল ৫টা ৪০মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এর আগে আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরে ৪৩ জন মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে গিয়েছিলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ