স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে (এসটিএল) ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় সেরা করদাতার সম্মান প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর আরও ৮টি ফার্মের সাথে এসটিএলকেও সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত করে।
রাজধানী ঢাকার আইডিইবি ভবনে একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এসটিএলসহ অন্যান্য বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আরও ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট মো. জসীমউদ্দিন। ভোক্তাদের পরোক্ষ কর যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দান করাকে উৎসাহ দিতেই সর্বোচ্চ করদাতার সম্মান প্রদান করা হয়।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি। এসটিএল এর পণ্য পরিসেবা সারাবিশ্বের ১৩টি দেশে রপ্তানি করা হয়। ১৯৮৮ সালে মাত্র একটি পণ্যের মাধ্যমে এসটিএলের যাত্রা শুরু হয়। ১৯৯৪ সালে এসটিএল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। তিন দশকেরও বেশি সময় ধরে এসটিএল সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        