৪ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৭

হিটাচির নতুন রেঞ্জের হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করল ট্রান্সকম

অনলাইন ডেস্ক

হিটাচির নতুন রেঞ্জের হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করল ট্রান্সকম

ট্রান্সকম ডিজিটাল ‘হিটাচি স্টার নাইট ২০২২ ’ এর উন্মোচন করলো নতুন রেঞ্জের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রান্সকম ডিজিটাল এনেছে হিটাচি R-WB 700 VPB 2 রেফ্রিজারেটর। এতে আছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট সিলেক্টিভ জোন আর স্বয়ংক্রিয় আইসমেকার। প্রিমিয়াম ডিজাইনের এই রেফ্রিজারেটরে আছে এনার্জি এফিশিয়েন্ট ইনভার্টার প্রযুক্তি আর ডুয়েল ফ্যান কুলিং। গ্লাস ব্ল্যাক আর গ্লাস ক্লিয়ার ব্ল্যাক-এই দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে রেফ্রিজারেটরটি।

ট্রান্সকম ওয়াশিং মেশিনও এনেছে- BD-120 XGV মডেলের। এই নতুন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে সর্বোচ্চ স্পিন স্পিড ১৬০ আরপিএম। এতে আছে স্বয়ংক্রিয় সেলফ ক্লিন সিস্টেম আর অটো ডোজিং সিস্টেম।

এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ওয়াশার ড্রায়ারে রয়েছে কাপড়ে ভাঁজ কমাতে উইন্ড আয়রন আর স্মার্ট সেন্সিং এআই ওয়াশ। এর সঙ্গে নতুন ফ্রিকশন ড্যাম্পার আর পাঁচ স্তরের লিকুইড ব্যালেন্সার একে করেছে আরও সুবিধাজনক। এই প্রশস্ত ড্রামযুক্ত ওয়াশিং মেশিন সাদা আর মভ গ্রে রঙে পাওয়া যাচ্ছে।

নতুন উন্মোচন হওয়া পণ্যগুলোর মধ্যে আরও রয়েছে আধুনিক স্টিক টাইপ হালকা ওজনের (দেড় কেজি মাত্র) ভ্যাকুয়াম ক্লিনার PV-XL 2 K।  এর আছে শক্তিশালী স্মার্ট হেড যা গ্রিন এলইডি প্রযুক্তি ও ট্যাঙ্গল ফ্রি ব্রাশ ব্যবহার করে। সহজেই খোলা যায় এমন আর অ্যাডজাস্টেবল এক্সটেনশন পাইপ এই শ্যাম্পেন গোল্ড রঙয়ের অ্যাপ্লায়েন্সটির ব্যবহারকে করেছে অত্যন্ত সুবিধাজনক।

এই অনুষ্ঠানে আরও উন্মোচন করা হয়েছে মাইক্রোওয়েভ HMR-M 2002, HMR-FG 2012, ও HMR-DG 2312। শেষের দুটিতে রয়েছে গরম করা ও রান্না করা ছাড়াও গ্রিলিং অপশন। সবগুলোতেই আছে চাইল্ড সেফটি লক, মাল্টিস্টেজ কুকিং আর অটো কুকিং মোড ইত্যাদি।

উন্মোচিত নতুন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরও আছে অত্যন্ত উন্নত প্রযুক্তির হিটাচি এয়ার কন্ডিশনার। নতুন ওয়েভ ডিজাইনের RAP-G 012 HFEOEZ 1, RSQG 018 HFEOEZ 1, RMQG 024 HFEOEZ 1 তে আছে কার্যকর এনার্জি সেভিং অত্যাধুনিক ইনভার্টার প্রযুক্তি। উন্নত সফট ড্রাই প্রযুক্তি পানির বিন্দু জমতে দেয়না এতে। এর ফলে ঘর থাকে জীবানু ও দুর্গন্ধমুক্ত। এর ট্রপিকাল ইনভার্টার দ্রুত ঠান্ডা হওয়ার নিশ্চয়তা দেয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর