দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এর ১৮ ক্যাটাগরির ৯৬টি পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাণ এর সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যকে এ সনদ প্রদান করা হয়। প্রাণ এগ্রোর পক্ষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে হালাল সনদ গ্রহণ করেন।
শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিএসটিআইয়ের মহাপরিচালক আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।