দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেডের প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি আন্তর্জাতিক সনদ (ISO/IEC 17025:2017) অর্জন করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এই স্বীকৃতি দিয়েছে যা গবেষণা ও মান নিয়ন্ত্রণে এসিআই ফুডস এর প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফুড্স লি.-এর চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডকে ধন্যবাদ জানিয়ে এই অর্জনকে এসিআই ফুড্স-এর মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে অভিহিত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ