২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫-এ প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন' ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে আমানত শাহ্ লুঙ্গির প্রস্তুরকারক প্রতিষ্ঠান মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স।
গত শনিবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীনের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন আমানত শাহ্ গ্রুপের পরিচালক মিয়া মোহাম্মদ যুবায়ের আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান।
আমানত শাহ্ লুঙ্গি এ নিয়ে মোট ২০ বার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল