বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করতে ফিনটেক প্ল্যাটফর্ম ‘প্রফি’ (Profee) যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে। কম খরচে ও আকর্ষণীয় বিনিময় হারে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানোর সুবিধা দিয়ে প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিশ্বব্যাপী প্রবাসীদের আস্থা অর্জন করেছে।
বর্তমানে ৯০টিরও বেশি দেশে সেবা প্রদানকারী প্রফির গ্রাহক সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। মূলত ব্যবহারকারী-বান্ধব সেবা, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতার কারণেই এটি বাংলাদেশি প্রবাসীদের জন্য অন্যতম সেরা পছন্দ হয়ে উঠছে।
কেন প্রফি অন্যদের চেয়ে আলাদা?
প্রবাসীরা সবসময়ই চান তাদের কষ্টার্জিত অর্থ যেন কোনোরকম লুকানো খরচ ছাড়াই দ্রুত ও নিরাপদে প্রিয়জনের কাছে পৌঁছে যায়। প্রফি ঠিক এই চাহিদাগুলো পূরণের লক্ষ্যেই তাদের সেবা সাজিয়েছে।
সাশ্রয়ী লেনদেন : প্রফিতে প্রথমবার টাকা পাঠানোর জন্য কোনো ধরনের ফি বা সার্ভিস চার্জ নেই। পাশাপাশি, গ্রাহকদের একটি বিশেষ বিনিময় হারও দেওয়া হয়। পরবর্তী লেনদেনগুলোতেও বাজারের সেরা বিনিময় হার এবং নামমাত্র ফি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।
তাৎক্ষণিক সেবা : প্রফির মাধ্যমে টাকা পাঠানো যায় মাত্র কয়েক মিনিটে। কর্মস্থলে যাওয়ার পথে, ক্যাফেতে বসে অথবা ঘরে বসেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কয়েকটি ক্লিকেই লেনদেন সম্পন্ন করা সম্ভব।
সর্বোচ্চ নিরাপত্তা : গ্রাহকদের অর্থ ও তথ্যের সুরক্ষায় প্রফি আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুসরণ করে এবং শক্তিশালী ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে।
সহজ ব্যবহার : এর অ্যাপ ও ওয়েবসাইটের ইন্টারফেস অত্যন্ত সহজবোধ্য। ফলে যে কেউ সহজেই এটি ব্যবহার করতে পারেন। গ্রাহকদের সুবিধার জন্য দিনরাত বহুভাষিক কাস্টমার সাপোর্টও রয়েছে।
প্রফির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস বিভাগের প্রধান দিমিত্রি গোরখ বলেন, বাংলাদেশের লাখো পরিবারের জন্য রেমিট্যান্স একটি লাইফলাইন। প্রতি বছর ২১ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেশে আসে প্রবাসীদের হাত ধরে। আমরা বুঝি যে প্রতিটি টাকারই মূল্য আছে। এ কারণেই আমরা গতি, স্বচ্ছতা ও সাশ্রয়ী মূল্যের ওপর জোর দিই, যাতে প্রবাসীরা কোনো লুকানো ফি ছাড়াই সেরা বিনিময় হারে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারেন।
ভিডিও
যেভাবে টাকা পাঠাবেন
প্রফির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত সহজ:
১. নিবন্ধন: Profee.com ওয়েবসাইটে বা এর মোবাইল অ্যাপে গিয়ে ফোন নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে।
২. তথ্য প্রদান : কোন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তা নির্বাচন করে অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে টাকায় রূপান্তরিত অঙ্ক দেখাবে।
৩. প্রাপকের বিবরণ : প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট, ভিসা/মাস্টারকার্ড এবং বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ওয়ালেটের বিবরণী যোগ করতে হবে।
৪. পেমেন্ট : ডেবিট/ক্রেডিট কার্ড, অ্যাপল পে বা গুগল পে-এর মাধ্যমে সহজেই পেমেন্ট করা যায়।
৫. নিশ্চিতকরণ : সব তথ্য যাচাই করে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করলেই কয়েক মিনিটের মধ্যে টাকা প্রাপকের কাছে পৌঁছে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রফির মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সেবাগুলো শুধু প্রবাসীদের জীবনকেই সহজ করছে না, বরং দেশের রেমিট্যান্স প্রবাহকে আরও গতিশীল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিডি প্রতিদিন/জুনাইদ