মডেল টেস্ট
১. সঠিক উত্তরটি লিখ :
ক. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
i. নীল ii. সবুজ iii. লাল iv. আকাশি
খ. উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?
i. পানি ii. শিশির iii. জলীয় বাষ্প iv. বরফ
গ. কোন গ্যাসটি বিষাক্ত?
i. অক্সিজেন ii. নাইট্রোজেন
iii. কার্বন ডাই-অক্সাইড iv. কার্বন মনোক্সাইড
ঘ. নিচের কোনটি রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
i. আয়োডিন ii. ক্যালসিয়াম
iii. ফরমালিন iv. কার্বোহাইড্রেট
ঙ. রোগীর কী পরীক্ষার মাধ্যমে বাতজ্বর নিশ্চিত হয়?
i. রক্ত ও হরমোন ii. রক্ত ও লালা
iii. এঙ্রের মাধ্যমে iv. ইউরিন ও পায়খানা
চ. বয়ঃসন্ধিকালের সময়টা হলো-
i. ১০-১৯ ii. ৮-১৩ iii. ১০-১৫ iv. ৬-১০
ছ. কোপার্নিকাস মডেল দিলেন যে পৃথিবী এর অক্ষের উপরে পাক খায়। এর ফলে-
i. ঋতুর পরিবর্তন হয় ii. দিন-রাত্রি হয়
iii. বৃষ্টিপাত হয় iv. ভূমিকম্প হয়
জ. সূর্য থেকে আমরা কী পাই?
i. তাপ ও আলো ii. বিদ্যুৎ ও আলো
iii. তাপ ও বিদ্যুৎ iv. আলো ও চুম্বক
ঝ. কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
i. ফিল্ড হতে ii. ফর্মুলা অনুযায়ী
iii. নির্দেশ অনুযায়ী iv. রেকর্ড হতে
ঞ. আমরা কম্পিউটারে কোনো তথ্য কীভাবে সংরক্ষণ করি?
i. ফাইল আকারে ii. মেমোরি আকারে
iii. ড্রাইভ আকারে iv. ডিভিডি আকারে
ট. তথ্য প্রযুক্তিতে তথ্য কী?
i. সম্পদ ii. শক্তি iii. অর্থ iv. জ্ঞান
ঠ. কম্পিউটারের কোনটি নেই?
i. স্মৃতি
ii. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
iii. বুদ্ধি বিবেচনা iv. নির্ভুল কাজ করার ক্ষমতা
ড. কোনো জায়গায় তাপমাত্রা বেশি হলে বায়ু কীরূপ হয়?
i. ঘন হয়ে উপরে উঠে যায়
ii. হালকা হয়ে উপরে উঠে যায়
iii. ভারী হয়ে নিচে নেমে যায়
iv. ঘন হয়ে যায়
ঢ. ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায়?
i. মহাসাগরে ii. নদীতে
iii. সাগরে iv. জলপ্রপাতে
ণ. নিচের কোনটি আবহাওয়ার নিয়ামক-
i. নিম্নচাপ ii. সূর্যের তাপ
iii. বৃষ্টি iv. জলীয়বাষ্প
ত. প্রচুর শিল্প-কারখানা গড়ে ওঠার জন্য কী হয়েছে?
i. মাটি দূষিত হচ্ছে ii. অর্থনীতির ক্ষতিগ্রস্ত
iii. নদীর নাব্যতা নষ্ট হচ্ছে iv. বনভূমি উজাড় হচ্ছে
থ. কত সালে বাংলাদেশের জনসংখ্যা ৭ কোটি ৬৪ লাখ ছিল?
i. ১৯৫১ ii. ১৯৭৪ iii. ১৯৬১ iv. ১৯৮১
দ. শিক্ষাক্ষেত্রে অগ্রগতি কী বৃদ্ধি করতে পারে?
i. কর্মসংস্থান ii. পরীক্ষার্থী
iii. শিক্ষক iv. বিশ্ববিদ্যালয়
ধ. কত বছরে বাংলাদেশের খাদ্য উৎপাদন প্রায় তিনগুন বেড়েছে?
i. ৩০ ii. ৩৭ iii. ৪০ iv. ৪৭
২. শূন্যস্থান পূরণ কর : ১*১০=১০
ক. বুদ্ধি ও জ্ঞানের জন্য মানুষ পৃথিবীর শ্রেষ্ঠজীব।
খ. গ্রীষ্ম ও বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়।
গ. বায়ুতে জলীয়বাষ্প-বেশি থাকলে আমাদের ঘাম হয়।
ঘ. বিশ্বের জ্ঞানভাণ্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ঙ. ছায়াপথে অসংখ্য গ্যালাক্সি রয়েছে।
চ. চাঁদের নিজস্ব আলো নেই।
ছ. ১৯৮১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি ৯৯ লাখ।
উত্তরমালা : ক. iii খ. iii গ. রা ঘ. iii ঙ. ii চ. iii ছ. ii জ. র ঝ. iii ঞ. ii ট. র ঠ. iii ড. রা ঢ. i. ণ. ii ত. i থ. ii দ. i ধ. ii।