লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। বৈরুতের দক্ষিণ অংশে অবস্থিত হারেত হেরিক এলাকায় এ বোমাটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।
হারেত হেরিক এলাকায় দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। এ সহিংসতায় দুজন হামলাকারী জড়িত বলে জানিয়েছে একটি সূত্র। হিজবুল্লাহর নিয়ন্ত্রিত আল মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বোমাটি ব্যস্ত একটি বাণিজ্যিক সড়কে বিস্ফোরিত হয়েছে। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় দেশটির অসংখ্য মানুষ হতাহত হয়েছে। ওয়েবসাইট।