জয়পুরহাটের কালাই উপজেলার সাউথ পোল কোল্ড স্টোর লিমিটেডে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা হিমাগারের ৬ শ্রমিককে গুলি করে সাড়ে দশ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সাউথ পোল কোল্ড স্টোর লিমিটেডে হিসাব রক্ষক জয়ন্ত কুমার জানান, ওইদিন রাত দেড়টার দিকে ১৮/২০ জনের মূখোশধারী সশস্ত্র ডাকাতদল কোল্ড স্টোরে এসে অস্ত্রের মুখে কয়েকজন শ্রমিককে জিম্মি করে। বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা লাঠি নিয়ে প্রতিরোধ করতে গেলে ডাকাতরা সরাসরি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হিমাগার কর্মচারী সিরাজুল ইসলাম, শাহআলম, মামুনুর রশিদ, আহেদুল ইসলাম, মোজাম্মেল হক ও ফারজু আরা গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাতরা হিমাগারের অফিস কক্ষে ঢুকে প্রায় ঘণ্টাব্যাপী ডাকাতি করে সাড়ে দশ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
আজ রবিবার ভোর ৫টার দিকে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে মামুনুর ও আহেদুলের অবস্থা গুরুতর। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মাননান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৪/ রশিদা