বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

এক পলক

মতবিনিময় সভা

জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবির, সিভিল সার্জন আহাদ আলী, জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।

-পঞ্চগড় প্রতিনিধি

ডাকাতের হামলায় আহত ৫  
ঢাকার আশুলিয়ায় এক ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে দাবি ক্ষতিগ্রস্তদের। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে মসজিদের ইমামসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার ভোররাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামে মমতাজুর রহমান বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
-আশুলিয়া প্রতিনিধি

চার জুয়াড়ির দণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে চার জুয়াড়িকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ শরিফুল এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- মজিবুর, মিলন, আবুল ও জলিল।
-আড়াইহাজার প্রতিনিধি
 
 

 

 

সর্বশেষ খবর