রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

পুলিশের মামলায় পুরুষশূন্য গ্রাম

দিনাজপুরে গুলিতে যুবক নিহত

পুলিশের মামলায় পুরুষশূন্য গ্রাম

জেলার চিরিরবন্দরে শুক্রবার বিকালে আসামি গ্রেফতারের সময় বাধা এবং হামলার অভিযোগ এনে ১২ জনের নাম উল্লেখ করে ৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার পর উপজেলার তুলশিপুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমানকে গ্রেফতারের সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন ছেলে যুবদল কর্মী রেজোয়ান। তবে পুলিশের দাবি- তুলশীপুর গ্রামের নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হবিবরকে আটক করলে তাকে ছাড়িয়ে নিতে পরিবারের সদস্যরা কোদাল নিয়ে হামলা করলে পুলিশ গুলি করে। এদিকে পরিবারের এক সদস্য জানান, শুক্রবার জুমার নামাজের পর পুলিশের ৫/৬ সদস্য হাবিবুরকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর সময় দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ রেজোয়ানকে নিয়ে যেতে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ রেজোয়ানকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার ছোট ভাই হায়দার আলী, মা আম্বিয়া, দাদী হনুফা ।

 

সর্বশেষ খবর