লালমনিরহাটের বিস্তীর্ণ জমির আলু খেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত পাতা ঝলসানো (লেইট ব্লাইট) রোগের সংক্রমণ। সংক্রামিত খেতে দফায় দফায় ছত্রাকনাশক সেপ্র করেও রোগ নির্মূল করা যাচ্ছে না। এমনিতেই এবার আগাম আলু চাষ করে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। তার ওপর এ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার শঙ্কা তাদের। আলুচাষিদের এ আশঙ্কার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতর। তাদের দাবি, ঘনকুয়াশা ও তীব্র শীতের কারণে এমনটি হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে এ রোগের প্রকোপ কমে যাবে। জেলা সদর ও কালিগঞ্জ উপজেলার কয়েকটি আলু ক্ষেতে গিয়ে দেখা গেছে আক্রান্ত ক্ষেতে কীটনাশক প্রয়োগের নানা চিত্র। কীটনাশকের গন্ধে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে। কথা হয় শিয়াল খোওয়া গ্রামের কৃষক রোকন উদ্দিনের সঙ্গে। তিনি জানান, এবার ১২ বিঘা জমিতে গ্র্যানোলা, অ্যারিস্টিক ও কার্ডিনাল আলু রোপণ করেছেন। বর্তমানে গাছের বয়স ৫০-৫৫ দিন। এরই মধ্যে পাতা ঝলসানো রোগে আক্রান্ত হওয়ায় প্রায় সব খেতেই ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ শুরু করেছেন। একই গ্রামের প্রভাষক সালাম জানান, পাঁচ বিঘা জমিতে তিনি গ্র্যানোলা জাতের আলু রোপণ করেছেন। এতে বিঘাপ্রতি তার খরচ হয়েছে ১৩ থেকে ১৪ হাজার টাকা। এক মাস পরই আলু তোলা শুরু হবে। কিন্তু সব খেতেই পাতা ঝলসানো রোগ দেখা দিয়েছে। মহেন্দ নগর গ্রামের লিমন জানান, দুই বিঘা জমিতে আলু রোপণের পর রোগ দেখা দিলে তিন দফায় কীটনাশক দিয়েও সারেনি। উল্টো আলু গাছ মারা গেছে। সদর ও কালিগঞ্জ ছাড়াও আদিতমারির অনেক কৃষক একই অভিযোগ করেছেন। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিস্তা গ্রামের বিলাল হোসেন। তার পাঁচ বিঘা জমির মধ্যে তিন বিঘার আলু গাছ সম্পূর্ণ মরে গেছে। কয়েকজন কৃষক অভিযোগ করেন, জমির আলু নিয়ে আমরা বিপাকে পড়লেও স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কেউ একবারও খেত পরিদর্শনে আসেননি। বাধ্য হয়ে স্থানীয় ডিলারদের পরামর্শ নিয়ে খেতে কীটনাশক প্রয়োগ করছি। তার পরও নতুন করে রোগ দেখা দেওয়ায় আলুর ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা। তবে এর ঠিক বিপরীত বক্তব্য পাওয়া গেল জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাফায়েত হোসেনের কাছে। তিনি জানান, অন্যবারের তুলনায় এবার আলুর ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র শীতের কারণে কিছু সমস্যা দেখা দিলেও সার্বিক বিবেচনায় আলু খেত ভালো আছে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বিস্তীর্ণ আলু খেতে ছত্রাকের সংক্রমণ, দুশ্চিন্তায় কৃষক
ঝলসে যাচ্ছে পাতা মরছে গাছ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর