লালমনিরহাটের বিস্তীর্ণ জমির আলু খেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত পাতা ঝলসানো (লেইট ব্লাইট) রোগের সংক্রমণ। সংক্রামিত খেতে দফায় দফায় ছত্রাকনাশক সেপ্র করেও রোগ নির্মূল করা যাচ্ছে না। এমনিতেই এবার আগাম আলু চাষ করে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। তার ওপর এ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার শঙ্কা তাদের। আলুচাষিদের এ আশঙ্কার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতর। তাদের দাবি, ঘনকুয়াশা ও তীব্র শীতের কারণে এমনটি হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে এ রোগের প্রকোপ কমে যাবে। জেলা সদর ও কালিগঞ্জ উপজেলার কয়েকটি আলু ক্ষেতে গিয়ে দেখা গেছে আক্রান্ত ক্ষেতে কীটনাশক প্রয়োগের নানা চিত্র। কীটনাশকের গন্ধে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে। কথা হয় শিয়াল খোওয়া গ্রামের কৃষক রোকন উদ্দিনের সঙ্গে। তিনি জানান, এবার ১২ বিঘা জমিতে গ্র্যানোলা, অ্যারিস্টিক ও কার্ডিনাল আলু রোপণ করেছেন। বর্তমানে গাছের বয়স ৫০-৫৫ দিন। এরই মধ্যে পাতা ঝলসানো রোগে আক্রান্ত হওয়ায় প্রায় সব খেতেই ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ শুরু করেছেন। একই গ্রামের প্রভাষক সালাম জানান, পাঁচ বিঘা জমিতে তিনি গ্র্যানোলা জাতের আলু রোপণ করেছেন। এতে বিঘাপ্রতি তার খরচ হয়েছে ১৩ থেকে ১৪ হাজার টাকা। এক মাস পরই আলু তোলা শুরু হবে। কিন্তু সব খেতেই পাতা ঝলসানো রোগ দেখা দিয়েছে। মহেন্দ নগর গ্রামের লিমন জানান, দুই বিঘা জমিতে আলু রোপণের পর রোগ দেখা দিলে তিন দফায় কীটনাশক দিয়েও সারেনি। উল্টো আলু গাছ মারা গেছে। সদর ও কালিগঞ্জ ছাড়াও আদিতমারির অনেক কৃষক একই অভিযোগ করেছেন। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিস্তা গ্রামের বিলাল হোসেন। তার পাঁচ বিঘা জমির মধ্যে তিন বিঘার আলু গাছ সম্পূর্ণ মরে গেছে। কয়েকজন কৃষক অভিযোগ করেন, জমির আলু নিয়ে আমরা বিপাকে পড়লেও স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কেউ একবারও খেত পরিদর্শনে আসেননি। বাধ্য হয়ে স্থানীয় ডিলারদের পরামর্শ নিয়ে খেতে কীটনাশক প্রয়োগ করছি। তার পরও নতুন করে রোগ দেখা দেওয়ায় আলুর ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা। তবে এর ঠিক বিপরীত বক্তব্য পাওয়া গেল জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাফায়েত হোসেনের কাছে। তিনি জানান, অন্যবারের তুলনায় এবার আলুর ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র শীতের কারণে কিছু সমস্যা দেখা দিলেও সার্বিক বিবেচনায় আলু খেত ভালো আছে।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা