শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত গাইবান্ধায় সড়কে ধস

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল

শেরপুর ও গাইবান্ধা প্রতিনিধি

ভারি বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহারশি নদীর পানি উপচে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝিনাইগাতি বাজার এবং উপজেলা পরিষদের আশপাশ দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। যে কোনো সময় তলিয়ে যেতে পারে উপজেলা কম্পাউন্ড ও সাব- রেজিস্ট্রি অফিস ভবনের মাঠ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১২টার দিকে হঠাৎ করেই মহারশি নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। বেলা আড়াইটার দিকে বেড়িবাঁধের একটি অংশ ভেঙে তলিয়ে যায় নিম্নাঞ্চল। তবে সন্ধ্যায় পানি কমতে শুরু করেছে বলে জানা গেছে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে গত দুই দিনের ভারি বৃষ্টিতে পৌর এলাকার বালাপাড়া নামক স্থানে সড়ক ধসে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে তারাপুর ইউনিয়নবাসী। পানির নিচে চলে গেছে নিম্নাঞ্চলের পাট খেতগুলো। তিস্তায় পানি বৃদ্ধি : লালমনিরহাট প্রতিনিধি জানান, ভারি বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হতে শুরু করেছে চর এলাকাগুলো। যে কোনো সময় পানি ব্যারাজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর