নরসিংদীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ নেতা-কর্মী। এ সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরই মধ্যে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠান হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আলোচনাসভায় অংশ নেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির বলেন, নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলোচনাসভায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে আমার কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণ করা হয়নি।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা