নরসিংদীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ নেতা-কর্মী। এ সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরই মধ্যে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠান হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আলোচনাসভায় অংশ নেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির বলেন, নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলোচনাসভায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে আমার কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণ করা হয়নি।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
- টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ব্যাচেলর দিবস আজ
- দিল্লি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে: অমিত শাহ
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
বিএনপির মিছিলে বাধা গুলি, আহত ১৫
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর