নরসিংদীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ নেতা-কর্মী। এ সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরই মধ্যে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠান হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আলোচনাসভায় অংশ নেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির বলেন, নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলোচনাসভায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে আমার কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণ করা হয়নি।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
বিএনপির মিছিলে বাধা গুলি, আহত ১৫
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর