নরসিংদীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ নেতা-কর্মী। এ সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরই মধ্যে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠান হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আলোচনাসভায় অংশ নেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির বলেন, নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলোচনাসভায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে আমার কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণ করা হয়নি।
শিরোনাম
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা