নরসিংদীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ নেতা-কর্মী। এ সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরই মধ্যে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠান হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আলোচনাসভায় অংশ নেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির বলেন, নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলোচনাসভায় আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে আমার কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণ করা হয়নি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
বিএনপির মিছিলে বাধা গুলি, আহত ১৫
নরসিংদী
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর