শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পার্টির কমিটির মেয়াদ শেষ না হতেই নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক কমিটির সম্পাদকসহ একাংশ বিভক্ত হয়ে পড়েছে। দুটি গ্রুপ এলাকায় পোস্টার সাঁটিয়ে আলাদা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, গত বছর ৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমান বাবুকে সম্পাদক করে ৫১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি ভেঙে দিয়ে ১৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সম্পাদক শফিউল ইসলাম ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে করা হয় সদস্যসচিব। বাদপড়া সাবেক কমিটির সম্পাদক হাবিবুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান একটি অংশ নিয়ে নিজেদের ছবি সম্বলিত এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। অন্যদিকে শেরপুর জেলা সহ-সভাপতি ও নকলা-নালিতাবাড়ী উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদ আহ্বায়ক কমিটি নিয়ে আগামী নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এক বছর না যেতেই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই কমিটি আমরা মানি না।’ আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘জেলা কমিটির নির্দেশে নালিতাবাড়ী-নকলা উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদের নেতৃত্বে আমরা তৃণমূলের কর্মী-সমর্থকদের চাঙা করতে গণসংযোগ করছি।’ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী বলেন, ‘নিষ্ক্রিয়তার কারণে সাবেক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর জেলা কমিটির সভায় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- পাকিস্তান হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
- রাজধানীতে বিএনপির ব্যতিক্রমী মিছিল
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- ধানমন্ডি আইডিয়ালে জিপিএ-৫ কমেছে, পাসের হারও নিম্নগামী
- মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে অভিনব জালিয়াতি
- মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ৭টি প্রাকৃতিক টনিক
- এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল
- বসুন্ধরা সিটিতে ইয়োসো বাংলাদেশের ষষ্ঠ আউটলেটের বর্ণিল উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
- দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে: এম. এ. মতিন
- শিয়ালবাড়ির সেই গুদামে প্রাণঘাতী মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস
- ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: শফিকুর রহমান
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল
- হজের নিবন্ধন : কিছু ব্যাংক খোলা থাকবে শনিবার
- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি মারা গেলেন, কিন্তু বাঁচালেন পাঁচজনকে
নালিতাবাড়ী জাতীয় পার্টি দুই ভাগ
নালিতাবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর