শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পার্টির কমিটির মেয়াদ শেষ না হতেই নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক কমিটির সম্পাদকসহ একাংশ বিভক্ত হয়ে পড়েছে। দুটি গ্রুপ এলাকায় পোস্টার সাঁটিয়ে আলাদা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, গত বছর ৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমান বাবুকে সম্পাদক করে ৫১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি ভেঙে দিয়ে ১৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সম্পাদক শফিউল ইসলাম ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে করা হয় সদস্যসচিব। বাদপড়া সাবেক কমিটির সম্পাদক হাবিবুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান একটি অংশ নিয়ে নিজেদের ছবি সম্বলিত এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। অন্যদিকে শেরপুর জেলা সহ-সভাপতি ও নকলা-নালিতাবাড়ী উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদ আহ্বায়ক কমিটি নিয়ে আগামী নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এক বছর না যেতেই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই কমিটি আমরা মানি না।’ আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘জেলা কমিটির নির্দেশে নালিতাবাড়ী-নকলা উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদের নেতৃত্বে আমরা তৃণমূলের কর্মী-সমর্থকদের চাঙা করতে গণসংযোগ করছি।’ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী বলেন, ‘নিষ্ক্রিয়তার কারণে সাবেক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর জেলা কমিটির সভায় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
- মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
- পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন