শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পার্টির কমিটির মেয়াদ শেষ না হতেই নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক কমিটির সম্পাদকসহ একাংশ বিভক্ত হয়ে পড়েছে। দুটি গ্রুপ এলাকায় পোস্টার সাঁটিয়ে আলাদা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, গত বছর ৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমান বাবুকে সম্পাদক করে ৫১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি ভেঙে দিয়ে ১৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সম্পাদক শফিউল ইসলাম ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে করা হয় সদস্যসচিব। বাদপড়া সাবেক কমিটির সম্পাদক হাবিবুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান একটি অংশ নিয়ে নিজেদের ছবি সম্বলিত এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। অন্যদিকে শেরপুর জেলা সহ-সভাপতি ও নকলা-নালিতাবাড়ী উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদ আহ্বায়ক কমিটি নিয়ে আগামী নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এক বছর না যেতেই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই কমিটি আমরা মানি না।’ আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘জেলা কমিটির নির্দেশে নালিতাবাড়ী-নকলা উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদের নেতৃত্বে আমরা তৃণমূলের কর্মী-সমর্থকদের চাঙা করতে গণসংযোগ করছি।’ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী বলেন, ‘নিষ্ক্রিয়তার কারণে সাবেক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর জেলা কমিটির সভায় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
নালিতাবাড়ী জাতীয় পার্টি দুই ভাগ
নালিতাবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর