শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পার্টির কমিটির মেয়াদ শেষ না হতেই নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক কমিটির সম্পাদকসহ একাংশ বিভক্ত হয়ে পড়েছে। দুটি গ্রুপ এলাকায় পোস্টার সাঁটিয়ে আলাদা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, গত বছর ৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমান বাবুকে সম্পাদক করে ৫১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি ভেঙে দিয়ে ১৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সম্পাদক শফিউল ইসলাম ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে করা হয় সদস্যসচিব। বাদপড়া সাবেক কমিটির সম্পাদক হাবিবুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান একটি অংশ নিয়ে নিজেদের ছবি সম্বলিত এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। অন্যদিকে শেরপুর জেলা সহ-সভাপতি ও নকলা-নালিতাবাড়ী উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদ আহ্বায়ক কমিটি নিয়ে আগামী নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এক বছর না যেতেই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই কমিটি আমরা মানি না।’ আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘জেলা কমিটির নির্দেশে নালিতাবাড়ী-নকলা উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদের নেতৃত্বে আমরা তৃণমূলের কর্মী-সমর্থকদের চাঙা করতে গণসংযোগ করছি।’ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী বলেন, ‘নিষ্ক্রিয়তার কারণে সাবেক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর জেলা কমিটির সভায় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
নালিতাবাড়ী জাতীয় পার্টি দুই ভাগ
নালিতাবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর