মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাঁওতালদের মাতৃভাষায় পাঠ্যবই দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সাঁওতাল শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠ্যবই রচনার ক্ষেত্রে সাঁওতালী (রোমান) বর্ণমালা ব্যবহারের দাবিতে মানববন্ধন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে গতকাল এ কর্মসূচি পালন করে ‘সান্তাল লেখক ফোরাম ও আদিবাসী সমন্বয় পরিষদ।’  এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, আদিবাসী নেতা প্রভাত টুডু, স্টেফান সরেন, প্রদীপ হেমব্রম, ফিলিপ হেমব্রম, হিংগু মুরমু, যোগেন্দ্রনাথ সরেন প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০’র আলোকে বাংলাদেশে বসবাসরত ছয়টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ২০১৭ সালে সরকার পাঁচটি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুদের নিজস্ব মাতৃভাষার বই দিলেও সাঁওতাল শিশুদের পাঠ্যবই রচনার কর্মসূচি স্থগিত রাখা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর