বুড়িমারী স্থলবন্দর হয়ে প্রতিনিয়তই শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে ভারত ও ভুটানের নিম্নমানের গুটি লুজ কমলা। বৈধভাবে বন্দরে প্রবেশ করা ভারত ও ভুটানের পণ্যবাহী ট্রাকগুলোর পিঠে চেপে আসছে শত শত প্লাস্টিকের ব্যাগভর্তি কমলা। এতে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব। আর এ সব লুজ কমলা বাংলাদেশে প্রবেশ করলেই ভারতীয় ট্রাকপ্রতি দিতে হয় ৪৫০ রুপী। সরজমিনে দেখা গেছে, প্রতিদিন দুপুর ২টার পর শত শত ভারতীয় ট্রাকের উপর থেকে ত্রিপলে মোড়ানো ছোট ছোট প্লাস্টিকের ব্যাগভর্তি কমলা নামানো হচ্ছে। এ সব ব্যাগে রয়েছে ভারত ও ভুটানের পচা, অস্বাস্থ্যকর কমলা। বুড়িমারী বন্দরের সামনে এগুলো জমজমাট পাইকারী বিক্রি চলছে। প্রতিব্যাগ কমলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা। বিভিন্ন জেলার পাইকাররা কমলা কিনছেন। সব দেখেও না দেখার ভান করছেন স্থানীয় কাস্টমস বিভাগ, পুলিশ ও বিজিবি। বুড়িমারী বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এ সব অবৈধ পণ্যের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এগুলো রাজস্ববহির্ভূত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, লুজ কমলার ব্যবসা নিয়ন্ত্রণ করে একটি সিন্ডিকেট। সিন্ডিকেট সদস্যরা প্রতিদিন হাতিয়ে নিচ্ছে বিপুল টাকা। সন্ধ্যার পর বিভিন্ন সেক্টরে টাকা ভাগাভাগি হয়। জলঢাকা থেকে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘লুজ কমলার দাম কম, চাহিদা বেশি। তাই কমলা কিনতে বুড়িমারি এসেছি।’ বন্দর সহকারী কমিশনার বেনজির আহম্মেদ জানান, সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে বন্ধ করা যাচ্ছে না লুজ কমলা আমদানি। বুড়িমারী সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের এক নেতা নাম প্রকাশ না করা শর্তে জানান— পুলিশ, বিজিবি, কাস্টমস ও সরকার দলীয় নেতারা এ থেকে মাসোহারা পান। তাই অবৈধ জানা সত্ত্বেও কেউ পদক্ষেপ নিচ্ছে না।
শিরোনাম
- ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
- ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় চট্টগ্রাম নগর সাজবে পিংক কালারে
- টেকনাফে মানব পাচারকারী চক্রের ৫ সদস্য আটক
বুড়িমারী দিয়ে আসছে নিম্নমানের কমলা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর