শ্রীবরর্দী উপজেলা ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাতের বেলা পরীক্ষার আয়োজন করে হাতিয়ে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকা। শেরপুর সরকারি মহিলা কলেজে গত ৩০ জানুয়ারি রাতে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষকেও জানানো হয়নি। মাদ্রাসা সুপার হুসাইনুজ্জামান প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে বলেন— এতো টাকা নয়, তিনজনের কাছ থেকে ১৭ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। মাদ্রাসার সভাপতি এমএ মোনায়েমের দাবি, তিনি ঘটনার কিছুই জানেন না। জানা যায়, ২০১৩ সালের ১০ নভেম্বর আরবী, গণিত, এবতেদায়ি সাধারণ, কৃষি ও মৌলভী পদে নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। নিয়মানুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যে নিয়োগ না হলে তার কার্যকারিতা থাকে না। তাই আগের তারিখ ব্যবহার করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেন ১৫ জন। পাঁচজন সিন্ডিকেট নির্ধারিত, বাকিরা ড্যামি প্রার্থী। ওই পরীক্ষায় ডিজি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তৎকালীন শ্রীবর্দী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম নাসির উদ্দিন (বর্তমানে টিটি কলেজের অধ্যক্ষ) ২০১৫ সালে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির ক্ষমতায় নিয়োগ বন্ধ করে দেয়। ৩-৪ মাস আগে কৌশলে ওই নিয়োগটি দেওয়ার জন্য বুদ্ধি আঁটে মাদ্রাসা সুপার আবুল কালাম মো. হুসাইনুজ্জামান, তার সহযোগী শ্রীবর্দী কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাতেন। ডিজি প্রতিনিধি নাসির উদ্দিন জানান, কয়েকজন বিশিষ্ট লোক, মাদ্রাসা সুপার, নতুন-পুরাতন কমিটি ও বাতেনের অনুরোধে পরীক্ষাটি নেওয়া হয়েছে। তবে এটি বেআইনি তাই পরীক্ষা বাতিল করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন বলেন, ‘এটি অনৈতিক কাজ। আমার কাছে এখনো কোনো কাগজ আসেনি। এলে দেখব।’
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাতের নিয়োগ পরীক্ষায় লেনদেন ৫০ লাখ টাকা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর