শ্রীবরর্দী উপজেলা ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাতের বেলা পরীক্ষার আয়োজন করে হাতিয়ে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকা। শেরপুর সরকারি মহিলা কলেজে গত ৩০ জানুয়ারি রাতে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষকেও জানানো হয়নি। মাদ্রাসা সুপার হুসাইনুজ্জামান প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে বলেন— এতো টাকা নয়, তিনজনের কাছ থেকে ১৭ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। মাদ্রাসার সভাপতি এমএ মোনায়েমের দাবি, তিনি ঘটনার কিছুই জানেন না। জানা যায়, ২০১৩ সালের ১০ নভেম্বর আরবী, গণিত, এবতেদায়ি সাধারণ, কৃষি ও মৌলভী পদে নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। নিয়মানুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যে নিয়োগ না হলে তার কার্যকারিতা থাকে না। তাই আগের তারিখ ব্যবহার করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেন ১৫ জন। পাঁচজন সিন্ডিকেট নির্ধারিত, বাকিরা ড্যামি প্রার্থী। ওই পরীক্ষায় ডিজি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তৎকালীন শ্রীবর্দী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম নাসির উদ্দিন (বর্তমানে টিটি কলেজের অধ্যক্ষ) ২০১৫ সালে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির ক্ষমতায় নিয়োগ বন্ধ করে দেয়। ৩-৪ মাস আগে কৌশলে ওই নিয়োগটি দেওয়ার জন্য বুদ্ধি আঁটে মাদ্রাসা সুপার আবুল কালাম মো. হুসাইনুজ্জামান, তার সহযোগী শ্রীবর্দী কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাতেন। ডিজি প্রতিনিধি নাসির উদ্দিন জানান, কয়েকজন বিশিষ্ট লোক, মাদ্রাসা সুপার, নতুন-পুরাতন কমিটি ও বাতেনের অনুরোধে পরীক্ষাটি নেওয়া হয়েছে। তবে এটি বেআইনি তাই পরীক্ষা বাতিল করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন বলেন, ‘এটি অনৈতিক কাজ। আমার কাছে এখনো কোনো কাগজ আসেনি। এলে দেখব।’
শিরোনাম
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব