বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণ উখিয়া কুতুপালং, বালুখালী ও টেকনাফ লেদা ক্যাম্পে বিতরণ শুরু হয়েছে। ত্রাণ বিতরণের জন্য মালয়েশিয়া সরকারের সংসদ সদস্য আবদুল আজিজের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বেলা ১১টায় উপস্থিত হয়ে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান আবদুল আজিজ উপস্থিত দেশি, বিদেশি সাংবাদিকদের ব্রিফিং করেন। গত ৩ ফেব্রুয়ারি ‘নটিক্যাল আলিয়া’ নামের একটি জাহাজ এক হাজার ৪৭২ টন খাদ্যসামগ্রী নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছলে জাহাজ থেকে ত্রাণ খালাস করা হয়।

সর্বশেষ খবর