মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধা মহিলা ও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের দক্ষিণ ইসলামপুরে এ ঘটনা ঘটে। এতে খায়রুন নেছা (৭৫), ছেলে আমির হোসেন (৫০), আনু মিয়া (৫৫) মেয়ে কামিনি (২৫), ষষ্ঠ শ্রেণি ছাত্রী বিথীসহ (১৩) ৬ জন আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, ক্রয় করা জমি নিয়ে বৃদ্ধা মহিলা খায়রুন নেছার সঙ্গে একই গ্রামের গিয়াসউদ্দিনের দীর্ঘ ৮ বছর বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা খায়রুন নেছা গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলাও করেন। গতকাল সকালে মামলার বিবাদী গিয়াসউদ্দিন, তোতা মিয়া, আওলাদ হোসেন গং তাদের দলবল নিয়ে খায়রুন নেছার জমি দখলের চেষ্টা চালান। এ সময় দখল ঠেকাতে খায়রুন নেছার ছেলে-মেয়ে এগিয়ে আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করে মামলার বাদী খয়রুন নেছাসহ তার ছেলে-মেয়েকে গুরুতর আহত করে। এ বিষয়ে সদর থানায় অভিযোগ করেছেন খায়রুননেছা। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই ফকরুল বলেন, মারধরের বিষয়টি অভিযোগ আকারে পেয়েছি। কি নিয়ে ঘটনা ঘটেছে। সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিয়ে সংঘর্ষ : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় মাদক ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সকাল ১১টার দিকে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া ও সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা