মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধা মহিলা ও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের দক্ষিণ ইসলামপুরে এ ঘটনা ঘটে। এতে খায়রুন নেছা (৭৫), ছেলে আমির হোসেন (৫০), আনু মিয়া (৫৫) মেয়ে কামিনি (২৫), ষষ্ঠ শ্রেণি ছাত্রী বিথীসহ (১৩) ৬ জন আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, ক্রয় করা জমি নিয়ে বৃদ্ধা মহিলা খায়রুন নেছার সঙ্গে একই গ্রামের গিয়াসউদ্দিনের দীর্ঘ ৮ বছর বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা খায়রুন নেছা গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলাও করেন। গতকাল সকালে মামলার বিবাদী গিয়াসউদ্দিন, তোতা মিয়া, আওলাদ হোসেন গং তাদের দলবল নিয়ে খায়রুন নেছার জমি দখলের চেষ্টা চালান। এ সময় দখল ঠেকাতে খায়রুন নেছার ছেলে-মেয়ে এগিয়ে আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করে মামলার বাদী খয়রুন নেছাসহ তার ছেলে-মেয়েকে গুরুতর আহত করে। এ বিষয়ে সদর থানায় অভিযোগ করেছেন খায়রুননেছা। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই ফকরুল বলেন, মারধরের বিষয়টি অভিযোগ আকারে পেয়েছি। কি নিয়ে ঘটনা ঘটেছে। সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিয়ে সংঘর্ষ : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় মাদক ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সকাল ১১টার দিকে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া ও সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন