সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তিন জেলায় ২১ ‘জঙ্গি’ আটক

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩ ও লালমনিরহাটে ১ জঙ্গিকে আটক করা হয়েছে।  চট্টগ্রাম : নগরীর বিভিন্ন এলাকায় শনিবার থেকে রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে— আটকরা সবাই জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ এবং আহলে হাদিসের নেতা-কর্মী। তাদের কাছ থেকে লিফলেট, জিহাদী বই এবং সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়। আটকরা হলেন- রাসেল, রিপন, ফারজাত, রিয়াদ, মেহেদী হাসান চৌধুরী, মারুফ, ইব্রাহিম, তায়েব, মান্নান, শুভ, খোরশেদ আলম, সাইফুল আলম, শামীম, মাসুম, আকতার, শাহ নেওয়াজ এবং আলাউদ্দিন। রাজশাহী : গতকাল ভোরে জেলার বাগমারা ও পবা থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এদের মধ্যে একজন জেএমবি, দুজন হিযবুত তাহ্রীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন, আবদুর রাজ্জাক, আরিফুল ইসলাম সদয় ও মানসুর রহমান। লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় মেহেদী হাসান মিজান নামে এক কলেজছাত্রকে করা হয়েছে। পুলিশের দাবি— মিজান জেএমবি সদস্য। তাকে শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাকে জেলা কাউন্টার ট্যারিজম ইউনিট আটক করেছে। আটক মেহেদী হাসান মিজান উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার দুলাল হোসেনের ছেলে এবং অনার্স ৩য় বর্ষের ছাত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর