চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে উথলী রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি উথলী স্টেশনে প্রবেশ করে। এ সময় ওই ব্যক্তি স্টেশনের অদূরে রেললাইনের পাশে বসে ছিলেন। পরে ট্রেনটি চলে যাওয়ার পর তার দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।