বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আমন খেতে রোগবালাই দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি

আমন খেতে রোগবালাই দুশ্চিন্তায় কৃষক

পাতা মোড়নো রোগে আক্রান্ত আমন খেত

পর পর দুই দফা বন্যার পরও চলতি মৌসুমে কুড়িগ্রামে আমনের ভালো ফলন হয়েছে। তবে আমন খেতে রোগবালাই ও পোকার আক্রমণে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ, প্রাকৃতিক উপায়ে পোকা ও রোগবালাই দমনের চেষ্টা করেও প্রতিকার পাচ্ছেন না তারা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় আমনের আবাদ হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৭৭ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় প্রায় ৩০ হাজার হেক্টর বেশি। দুই দফা বন্যায় ৫০ হাজার হেক্টর জমির আমান খেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও সময় থাকায় পার্শ্ববর্তী জেলা থেকে চারা সংগ্রহ করে আবার রোপণ করেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ব্রি-২৮, ৩৪, ১১ ও হাইব্রিড জাতের ধানের ভালো ফলন হয়েছে। তবে কিছু জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও গোড়া পঁচা রোগ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। রাজারহাট উপজেলার নেফার দরগা এলাকার আব্দুল জলিল জানান, তার একটি খেতের ধান গাছের পাতা লাল হয়ে যাচ্ছে। বিভিন্ন কীটনাশক ও পচনরোধক ওষুধ স্প্রে করার পরও প্রতিকার পাচ্ছে না। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মকবুল হোসেন জানান,  মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর