কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের মাধ্যমে পুনরায় হাসি ফুটবে অর্ধ লক্ষাধিক কৃষকের মুখে। গতকাল কুমিল্লা কোতোয়ালি থানা সেন্ট্রাল কো-অপারেটিভে (কেটিসিসি) সমবায় অধিদফতরের রেজিস্ট্রেশনকৃত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, কুমিল্লা গোমতী নদীর কটকবাজার পয়েন্টে ২৫ কিউসেক ভাসমান পাম্প স্থাপন করে সোনাইছড়ি খালে পানি সরবরাহ করা হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সেচ প্রকল্প পরিচালক প্রকৌশলী সুলতান আহমেদ, বিশেষ অতিথি কুমিল্লা বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম ও কুমিল্লা কেটিসিসির চেয়ারম্যান আমিনুল হক। সভায় বক্তারা বলেন, কুমিল্লা গোমতী নদীর কটকবাজার পয়েন্টে ৪ ভেন্ট স্লুুইস গেট নির্মাণ করা হয় ১৯৬৩ সালে। প্রকল্পের শুরুতে গোমতী নদী হতে গ্র্যাভিটি ফ্লো এর মাধ্যমে কিছু কিছু জায়গায় বিভিন্ন ক্ষমতার পাম্পের মাধ্যমে পানি লিফটিং করে খালের দুই পাড়ের জমিতে সেচ কাজ চালানো হতো। শুরুতে সোনাইছড়ি সেচ প্রকল্পের মাধ্যমে আদর্শ সদর, সদর দক্ষিণ, লাকসাম এবং চৌদ্দগ্রাম উপজেলা পর্যন্ত ১৩ হাজার হেক্টর জমি বোরো মৌসুমে সেচের আওতায় ছিল। পরবর্তীতে ধীরে ধীরে সোনাইছড়ি খালের তলদেশে পলি মাটি জমে উঁচু হয়ে যাওয়াতে স্লুুইচ গেটের মাধ্যমে গোমতী নদী থেকে সোনাইছড়ি খালে পানি প্রবেশ করতে পারে না। সভায় সোনাইছড়ি খালের পানির অভাব চিহ্নিত করে উপস্থিত কৃষকরা বলেন, দীর্ঘদিন গোমতী নদী থেকে সোনাইছড়ি খালে পানি সরবরাহ বন্ধ থাকায় ১৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। এছাড়া গভীর/অগভীর নলকূপ দ্বারা ভূ-গর্ভের পানি ব্যবহারে ফসল ও পরিবেশ নষ্ট হয়। এমনকি ভরা মৌসুমে পর্যাপ্ত পরিমাণে পানিও পাওয়া যায় না। সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষি কর্মকর্তা শাহনাজ রহমান, বিএডিসি কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. নূরনবী, কুমিল্লা কেটিসিসি’র সাধারণ সম্পাদক জাহাংগীর আলম প্রমুখ।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা