রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শীতে কাঁপছে উপকূলের ছিন্নমূল মানুষ

এম. আবু সিদ্দিক, চরফ্যাশন

ভোলার চরফ্যাশন উপকূলের ছিন্নমূল মানুষ শীতে কাঁপছে। এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো সহযোগিতা পায়নি এসব হতদরিদ্র মানুষ।

বিভিন্ন এলাকায় নদী ভাঙনের শিকার হয়ে বেড়িবাঁধের উপর আশ্রয় নেওয়া অসহায় মানুষগুলো টাকার অভাবে শীতবস্ত্র কিনতে পারছে না। বড় কষ্টে কাটছে তাদের জীবন। শিশু-নারী ও বৃদ্ধদের অবস্থা করুণ। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

চরফ্যাশন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিসুর রহমান  জানান, ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব-এর প্রচেষ্টায় শীতার্তদের জন্য ২০ হাজার কম্বল বরাদ্দ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে বিতরণ করা হবে।

সর্বশেষ খবর