বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শুদ্ধি অভিযানে ফিরেছে গতি বাড়ছে রাজস্ব আদায়

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে অনিয়ম ও হয়রানি বন্ধে শুদ্ধি অভিযান শুরুর পরই গতি ফিরেছে আমদানি-রফতানি বাণিজ্যে। বৃদ্ধি পেতে শুরু করেছে রাজ্স্ব আদায়। অভিযোগ আছে, কাস্টমসের হয়রানি ও অনিয়মের কারণে গত ৪ নভেম্বর বেনাপোল বন্দর থেকে ব্যবসা গুটিয়ে নেয় নিটল টাটা ও ইফাদ অটো গ্রুপসহ কয়েকটি বড় কম্পানি। এরপরই বেনাপোল কাস্টমস হাউসে আসা নতুন কমিশনার অনিয়ম ও হয়রানি বন্ধে শুদ্ধি অভিযান শুরু করেন। অনিয়মে জড়িত কয়েকজন কাস্টমস কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। কয়েক আমদানিকারককে মুচলেকা দিয়ে ছাড় করাতে হয়েছে পণ্যের চালান। এখন বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে বন্ধ হয়েছে ল্যাগেজ পার্টি, চোরাচালানি তত্পরতা। দিনের শুল্ক দিনে আদায় করতে দ্রুত পণ্য খালাসের নির্দেশনা দেওয়ায় বেড়েছে কর্মতত্পরতা। কাস্টমস ও বন্দরে আকস্মিক এ পরিবর্তনের ফলে পুনরায় বেনাপোল আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ১২ ডিসেম্বর নিটল টাটা ও ইফাদ অটো গ্রুপ মংলা বন্দরের এলসি বাতিল করে বেনাপোলে নতুন করে এলসি দিয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশন সভাপতি মফিজুর রহমান জানান, নতুন কমিশনার যোগদানের পর কাস্টমস ও বন্দরে কার্যক্রমে স্বচ্ছতা ফিরে এসেছে।

সর্বশেষ খবর