বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গরম কাপড়ের অভাবে ছিন্নমূল মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ। কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় গরম কাপড়ের অভাবে কষ্টে ভুগছেন শিশু, বৃদ্ধসহ নিম্নআয়ের মানুষ।

কুড়িগ্রামের আবহাওয়া অফিস জানায়, বুধবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় খরকুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকে। স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন পুরাতন কাপড়ের দোকানে। বিশেষ করে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও খেটে খাওয়া পরিবারগুলোর সদস্যরা গরম কাপড় না থাকায় পড়েছেন বিপাকে। কাজে বের হতে পারছেন না শ্রমজীবী এ সব মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় কষ্টে ভুগছে গবাদি পশুও।

 

সর্বশেষ খবর