মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা
মাথায় ‘মল ঢেলে’ শিক্ষক লাঞ্ছনা

১২ জনের নামে মামলা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক শিক্ষকের মাথায় মল ঢেলে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে ১২ জনের নামে মামলা হয়েছে। ওই রাতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন— বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারুন হাওলাদারের ছেলে বেল্লাল, কাঁঠালিয়া গ্রামের হাসেমের ছেলে মিনজু ও রাজাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মিরাজ হোসেন সোহাগ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। বাকেরগঞ্জ থানার ওসি-তদন্ত আবদুল হক জানান, ওই শিক্ষককে গত শুক্রবার লাঞ্ছিত করা হলেও সম্মানহানির ভয়ে তখন তিনি কাউকে জানাননি। রবিবার ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা যায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এক প্রার্থীর পক্ষ নেন লাঞ্ছনার শিকার শিক্ষক। এ নিয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর খন্দকার তার উপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার ফজরের নামাজের পর তিনি মসজিদ থেকে বের হলে তার মাথায় মল ঢেলে উল্লাস করেন জাহাঙ্গীর ও তার সহযোগীরা। সেই দৃশ্য ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন এলাকাবাসী।

সর্বশেষ খবর