সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিখোঁজ পাঁচজনেরই লাশ উদ্ধার

চলনবিলে নৌকাডুবি

পাবনা প্রতিনিধি

পাবনার চলনবিলে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের লাশ গতকাল উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরি দল। এ নিয়ে ওই ঘটনায় নিখোঁজ পাঁচজনেরই মরদেহ উদ্ধার হলো। রবিবার যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন— ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গনি (৫২) ও ঈশ্বরদী আমবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম স্বপন (৪৫)। এর আগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, গত শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার ২৪ জনের একটি দল চলনবিলে নৌকা ভ্রমণে যায়। সিরাজগঞ্জের তাড়াশ থেকে ফেরার পথে চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়ায় সেলফি তুলতে গিয়ে নৌকাটি ডুবে যায়। তখন অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন পাঁচজন। ঘটনার দিন রাতেই রাজশাহীর একটি ডুবুরি নিখোঁজদের উদ্ধার অভিযান শুরু করে।

দুই নৌকার সংঘর্ষে নিহত ১ : টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার যমুনা নদীতে দুই নৌকার সংঘর্ষে মর্তুজ আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার রাত ৯টার দিকে ভূঞাপুর উপজেলার কালিপুরে এ ঘটনা ঘটে। নিহত মর্তুজ উপজেলার কালিপুর গ্রামের ময়েন আলীর ছেলে। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর