বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধানের পোকা দমনে ডাল পোতা উৎসব

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পোকা দমনে কৃষকদের ধান খেতে ডাল পোতা (পার্চিং) উৎসব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল খুলনা-মোংলা মহাসড়কের পাশে খাজুরা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনা অঞ্চলের অতিরিক্তি পরিচালক কৃষিবীদ নিত্যরঞ্জন বিশ্বাস। একই দিনে জেলার ৯টি উপজেলায় কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে ২২৮টি পয়েন্টে আমন ধানের খেতে ডাল পোতা (পার্চিং) উৎসব পালন করা হয়েছে। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাগেরহাটের উপ-পরিচালক আফতাব উদ্দিন, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোহন কুমার ঘোষ, বাগেরহাট অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায়, কৃষি কর্মকর্তা শারমিনা শামিম, সোলায়মান আলী, প্রদীপ কুমার মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, পার্চিং পদ্ধতির মাধ্যমে ধান খেতে ডাল পোতা হলে সেখানে পাখি বসার ব্যবস্থা করে দিলে ধানের জমিতে ৩ বারের জায়গায় মাত্র ১ বার কীটনাশক ব্যবহার করলেই চলে।

সর্বশেষ খবর