রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সন্ত্রাসী হামলা আহত ৫

গাজীপুরের টঙ্গী মরকুন টেকপাড়ায় শুক্রবার রাতে হামলায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন— ইভা, সনিয়া, রিপন, আলমগীর ও হাজেরা। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। টঙ্গী থানার ওসি জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।—টঙ্গী প্রতিনিধি

পরিচ্ছন্নতা অভিযান

রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। গতকালের এ কর্মসূচিতে ডা. আলী হায়দার খান, ডা. ফরিদুল আলম, ডা. তপন কান্তি সরকার প্রমুখ অংশ নেন। হাসপাতালে কর্মরত সকলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেডিকেল কলেজের ওয়ার্ড, আঙিনা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি করেন। —গাজীপুর প্রতিনিধি

ফুটওভার ব্রিজ উদ্বোধন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে রাস্তা পারাপারের সুবিধার্থে বিআরটি প্রকল্পের আওতায় গতকাল দুপুরে বোর্ডবাজার ও টঙ্গী কলেজগেট এলাকায় দুটি ফুটওভার ব্রিজের কাজের উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান অতিথির বক্তৃতায় এমপি বলেন, ‘পর্যায়ক্রমে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা ও শিববাড়িসহ পর্যন্ত ২৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। —টঙ্গী প্রতিনিধি

নৌকার দাবিতে শোভাযাত্রা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের দাবিতে স্থানীয় মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও গার্মেন্টস-টেইলার্স শ্রমিক লীগ গতকাল শ্যামপুর-কদমতলী এলাকায় বিশাল শোভাযাত্রা করেছে। এর নেতৃত্ব দেন ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. মো. আওলাদ হোসেন। শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী হাসিনা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর