বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বালু উত্তোলনে হুমকিতে সেতু ফসলি জমি পাকা সড়ক

প্রতিদিন ডেস্ক

বালু উত্তোলনে হুমকিতে সেতু ফসলি জমি পাকা সড়ক

অবাধে বালু উত্তোলনে হুমকিতে সড়ক, কৃষি জমি (উপরে) ও ধরলা সেতু

অবাধ বালু উত্তোলনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু, কুমিল্লায় ফসলি জমি ও ফরিদপুরের সালথায় হুমকির মুখে পড়েছে পাকা সড়ক। কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে মেইন পিলারের কাছ থেকে অবাধে বালু ও মাটি উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে পড়েছে। উপজেলার স্বপ্নের সেতুটি প্রায় ১৯২ কোটি  টাকা ব্যয়ে ১৯টি স্প্যানবিশিষ্ট ৯৫০ মিটার পিসি গার্ডারের কাজ সম্পন্ন করে এলজিইডি। চলতি বছরের ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। এদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার ধনপতিখোলা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে শতাধিক হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গত সপ্তাহে স্থানীয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালানোর পর আবারও শুরু হয়েছে বালু উত্তোলন। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অপরদিকে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে চাষাবাদের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে একটি পাকা সড়ক। স্থানীয় প্রভাবশালী মহল গত কয়েকদিন ধরে বালু উত্তোলন করায় রামকান্তপুরের পাকা সড়কটির কিছুটা অংশ দেবে গেছে। যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে সড়কটি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউএনও মো. মাকসুদুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর