শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নাটোরে আখ মাড়াই উদ্বোধন

৩০৮৭৫ টন চিনি উৎপাদনের লক্ষ্য

নাটোর প্রতিনিধি

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল ও নাটোর সুগার মিলের ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। গতকাল উভয় মিল চত্বরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহিফল শেষে ডোঙ্গায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমর উদ্বোধন করা হয়।  নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমে ১৫১ কর্মদিবসে দুই লাখ ৪৮ হাজার ২৭০ মেট্রিক টন আখ মাড়াই করে ১৮ হাজার ৬২০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আখ থেকে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শতকরা সাত দশমিক ৫০ শতাংশ। নাটোর সুগার মিলে ১০৬ মাড়াই দিবসে এক লাখ ৫৭ হাজার ১১৭ মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ২৫৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শতকরা সাত দশমিক ৭৫ শতাংশ।

সর্বশেষ খবর