জয়পুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় কালাই থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল রাতে মামলাটি করেছেন নিহত আফতাব সরদারের ছেলে গোলাম রাব্বানী।
মামলায় স্থানীয় মাত্রাই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আ ন ম শওকত হাবিব লজিক ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়াজেদ আলী জাদাসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর উদয়পুর ইউনিয়নের কৃষ্টপুর ও নওয়ানা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ওমর আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার ও প্রথম দফা উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে গত শনিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আফতাব সরদার এবং রতন মোহন্ত নামে দুজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        