মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নদীতে গোসল করতে নেমে ৩ বোনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে নদীতে গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে। এছাড়া হবিগঞ্জে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির খবর- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মারা গেছে তিন বোন। উপজেলার মীরগঞ্জ বিওপির পাশে সুফিয়ানের ঘাটে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী জিম (১৭) ও তৃতীয় শ্রেণীর ইশা (১০) এবং জিল্লুরের ভাই শহীদুল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শিপরা (১২)। বাঘা থানার ওসি জানান, তিন বোন দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হল- লাখাইর জিরুন্ডা গ্রামের নূর আলমের ছেলে সামিউল (৪) ও আজমিরীগঞ্জের নগর গ্রামের সোহেল মিয়ার ছেলে শ্রাবন (৬)। এলাকাবাসী জানায়, রবিবার বিকালে জিরুন্ডা গ্রামের সামিউল বাড়ির পাশে খেলছিল। হঠাৎ সে পাশের পুকুরে পরে যায়। অনেকক্ষণ পর তার লাশ ভেসে উঠে। আজমিরীগঞ্জের নগর গ্রামের শ্রাবণ স্কুল থেকে ফিরে খেলতে গিয়ে না আসায় স্বজনরা খুঁজতে বের হয়। একপর্যায়ে নগর গ্রামের মসজদের পুকুরে তার দেহ ভেসে উঠে। হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর